এ বছরের মে মাসে গ্রেপ্তার ও কারামুক্তির পর এবারই প্রথম দেশের বাইরে কোনো বড় অনুষ্ঠানে অংশ নিলেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) সম্মেলনে সম্প্রতি তিনি মঞ্চে পরিবেশনায় অংশ নেন।
ফোবানার মঞ্চে তার পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাম্প্রতিক উপলব্ধি নিয়েও একটি পোস্ট দেন তিনি। ফারিয়া তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মানুষ বলবে—সে এমন, সে তেমন…। কিন্তু বিশ্বাস করুন, আসলে আপনি জানেনই না, সে কী দিয়ে গড়া। প্রতিদিন ভাঙা ভাঙা টুকরো কুড়িয়ে সে নিজেকে আবার গড়ে তোলে, নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করে, আর সৃষ্টি করে আরও দৃঢ় এক রূপ। যখনই আপনি বুঝবেন, তখন দেখবেন—সে শুধু শক্তিশালী নয়, সে আসলেই অকৃত্রিম শক্তির প্রতিমূর্তি। সেটাই আমি!’
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। গ্রেপ্তারের এক দিন পর তিনি কারামুক্ত হন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় চলতি বছরের ৩ মে ঢাকার সিএমএম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন তিনি। ২৮৩ জনের বিরুদ্ধে করা সেই মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

