হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনকে সমর্থনের অভিযোগে আয়ারল্যান্ডের হিপহপ ব্যান্ড নিক্যাপকে কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী মাসে টরন্টো ও ভ্যানকুভারে ব্যান্ডটির নির্ধারিত কনসার্ট বাতিল হয়ে গেছে।
কানাডার অপরাধ দমন-সংক্রান্ত পার্লামেন্টারি সেক্রেটারি ও লিবারেল এমপি ভিন্স গাসপারো এক ভিডিও বার্তায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “বিদ্বেষপূর্ণ বক্তব্য, সহিংসতায় উসকানি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। রাজনৈতিক বিতর্ক ও মতপ্রকাশের স্বাধীনতা আমাদের গণতন্ত্রের জন্য জরুরি, তবে সন্ত্রাসী সংগঠনের খোলামেলা সমর্থন কখনোই মুক্ত মতপ্রকাশ নয়।”
তবে কানাডা সরকারের এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও গভীরভাবে বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে নিক্যাপ। ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, তারা হামাস বা হিজবুল্লাহকে সমর্থন করেন না এবং কোনো ধরনের সহিংসতার পক্ষে নন। তাদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থানের কারণেই কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।
এক বিবৃতিতে ব্যান্ডটি জানায়, “ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরোধিতায় আমাদের কণ্ঠ বন্ধ করার চেষ্টা আমরা মেনে নেব না।” একই সঙ্গে তারা ভিন্স গাসপারোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “আমরা আজ আমাদের আইনজীবীদের ভিন্স গাসপারোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছি। আমাদের চুপ করানোর জন্য করা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।”
ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে নিক্যাপ এর আগেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও নরওয়েতে বাধার সম্মুখীন হয়েছে।

