তেলেগু সিনেমার পরিচিত মুখ নীহারিকা কোনিডেলা। তবে তাঁর আরও একটি বড় পরিচয় তিনি মেগাস্টার চিরঞ্জীবীর ভাতিজি এবং তারকা অভিনেতা রামচরণের চাচাতো বোন। সম্প্রতি ‘ডেড পিক্সেলস’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে তিনি আবারও আলোচনায় এসেছেন।
অভিনেত্রী হিসেবে নীহারিকার যাত্রা শুরু হয়েছিল একটি ওয়েব সিরিজের মাধ্যমে, যার নাম ছিল ‘মুড্ডাপ্পু আভাকাই’। তবে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে ২০১৬ সালে ‘ওকা মানাসু’ সিনেমার মধ্য দিয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন নীহারিকা। ‘পিঙ্ক এলিফ্যান্ট পিকচার্স’ নামে তাঁর একটি প্রযোজনা সংস্থাও রয়েছে।
ব্যক্তিগত জীবনে নীহারিকা অভিনেতা ও প্রযোজক নাগেন্দ্র বাবুর কন্যা। তাঁর মা পদ্মজা কোনিডেলা এবং ভাই তেলেগু অভিনেতা বরুণ তেজ। ২০২০ সালে চৈতন্য জোনালাগাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীহারিকা। তবে ২০২৩ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

