নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিশাত সালওয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। তবে নিজের প্রথম সিনেমার এই গুরুত্বপূর্ণ সময়েই ছবির কলাকুশলীদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন নায়িকা। পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সালওয়ার সঙ্গে তাদের কারও কোনো যোগাযোগ নেই এবং তিনি কোথায় আছেন, সে বিষয়েও তারা অবগত নন।
শুক্রবার দেশজুড়ে ২৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। পরিচালক জানান, ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারণা চালানো হলেও কোথাও দেখা যায়নি নায়িকাকে। এমনকি তার সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালেও এ বিষয়ে কোনো পোস্ট চোখে পড়েনি।
২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন নিশাত সালওয়া। এরপর ২০১৯ সালে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার শুটিং শুরু করেন, যা শেষ হয় ২০২০ সালে। নানা কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে ছবিটি আলোর মুখ দেখল।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তির আগেই অবশ্য সালওয়া অভিনীত ‘বুবুজান’ ও ‘বীরত্ব’ নামের আরও দুটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এ ছাড়া তিনি প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমাতেও অভিনয় করেছেন, যা এখনও মুক্তির অপেক্ষায় আছে।
নতুন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে সালওয়া ও আদর আজাদ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, আলী রাজ, রেবেকা ও সুব্রত। ছবিটির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত ও প্রমিত।

