বেতন বৃদ্ধির দাবিতে কেবিন ক্রুদের ধর্মঘটের মুখে শনিবার থেকে নিজেদের সব কার্যক্রম স্থগিত করেছে এয়ার কানাডা। এর ফলে সংস্থাটির দৈনিক ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা বিশ্বজুড়ে এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রীকে ভোগান্তিতে ফেলেছে।
এয়ার কানাডার ১০ হাজার ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) শনিবার এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট শুরুর বিষয়টি নিশ্চিত করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এয়ারলাইনটি ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে এয়ার কানাডা বলেছে, ‘ধর্মঘটের কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।’ বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এই বিমান সংস্থাটি তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বুধবার সিইউপিই ৭২ ঘণ্টার নোটিশ দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল। ধর্মঘট শুরুর আগেই এয়ার কানাডা ধাপে ধাপে তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে আনতে শুরু করে। শুক্রবারই সংস্থাটি বিভিন্ন রুটের ৬২৩টি ফ্লাইট বাতিল করেছিল, যার ফলে এক লাখের বেশি যাত্রীর ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছিল।

