কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তি কার্যক্রম উদ্বোধন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট তিনি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আদেশ অনুযায়ী, সিইসির এই সফর ১৪ দিনের। সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। এই সফরে সিইসির সঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলার নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার করার প্রক্রিয়ার অংশ হিসেবে কানাডায় এই কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

