দুবাইয়ে বুধবার অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) চতুর্থ আসরের নিলামে দল পাননি রবিচন্দ্রন অশ্বিনসহ আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে খেলার লক্ষ্যেই গত আগস্টে সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া এই অফ স্পিনারের জন্য নিলামের ফল ছিল হতাশাজনক।
এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল অশ্বিনেরই। ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের এই ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার পথ সুগম করতেই তিনি ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, কিন্তু প্রথম সুযোগেই তাকে অবিক্রীত থাকতে হলো।
অশ্বিন ছাড়াও অবিক্রীত থাকা তারকাদের তালিকা বেশ দীর্ঘ। পাকিস্তানের মোহাম্মদ আমির ও মোহাম্মদ নেওয়াজ, ইংল্যান্ডের জেসন রয় ও জিমি অ্যান্ডারসন এবং দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার মতো ক্রিকেটাররাও কোনো দল পাননি। এমনকি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনেও দল খুঁজে পাননি পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব।
উল্লেখ্য, আইএলটি২০-এর ইতিহাসে এটিই ছিল প্রথম নিলাম। লিগের আগামী আসরটি শুরু হবে পরের বছর ১০ জানুয়ারি।

