কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তেল আবিবের সঙ্গে নিজেদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করার কথা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বুধবার সাংবাদিকদের কাছে সরকারের এই নতুন ও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
এডমনটনে ক্ষমতাসীন লিবারেল পার্টির এক বৈঠকের ফাঁকে আনিতা আনন্দ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাতার যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন সেখানে ইসরায়েলের এ ধরনের হামলাকে তার দেশ কোনোভাবেই সমর্থন করে না।
এর আগে মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। তিনি এ হামলাকে ‘সহিংসতার অগ্রহণযোগ্য সম্প্রসারণ’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে, এটি পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও সহায়তা বন্ধের ঘোষণা দেন। কানাডাও একই পথে হাঁটবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেন, ‘আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো পুনর্মূল্যায়নের ধারা বজায় রাখব।’ তার এই মন্তব্যকে ইসরায়েলি সরকারের ওপর কানাডার অসন্তোষের নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই মার্ক কার্নির সরকার ইসরায়েল ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। গত জুলাই মাসে তার সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে। এর বিপরীতে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের সমর্থক ছিলেন, যদিও তিনি মাঝে মাঝে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করতেন।

