এয়ার কানাডা কর্তৃপক্ষ এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটরত কেবিন ক্রুদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে কয়েক দিন ধরে চলা ধর্মঘটের অবসান ঘটল, যা হাজার হাজার যাত্রীকে ভোগান্তিতে ফেলেছিল।
এয়ার কানাডা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, স্থানীয় সময় মঙ্গলবার শেষ দিক থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। সোমবার একজন সরকার-নিযুক্ত মধ্যস্থতাকারীর উপস্থিতিতে প্রায় ৯ ঘণ্টা আলোচনার পর উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছায়।
কেবিন ক্রুদের ইউনিয়ন, কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই), এই চুক্তিকে কর্মী ও শিল্পের জন্য ‘রূপান্তরমূলক পরিবর্তন’ হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে ইউনিয়নটি বলেছে, ‘অবৈতনিক কাজের যুগ শেষ হলো।’ প্রায় দশ হাজারের বেশি কর্মীর প্রতিনিধিত্বকারী এই ইউনিয়নের সদস্যদের অনুমোদনের জন্য এখন চুক্তিটি উপস্থাপন করা হবে।
বেতন কাঠামোর সংস্কার ছিল ধর্মঘটের মূল দাবি। কেবিন ক্রুরা মূলত উড়োজাহাজ আকাশে থাকা সময়ের জন্য বেতন পেতেন। ফ্লাইটের মাঝে বিরতি এবং যাত্রীদের বিমানে তোলার সময়ে কাজের জন্য পারিশ্রমিক দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা।
উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৮ মিনিটে এই ধর্মঘট শুরু হয়েছিল। এর আগে কানাডার শিল্প সম্পর্ক বিষয়ক বোর্ড ধর্মঘটটিকে ‘বেআইনি’ ঘোষণা করে কর্মীদের কাজে ফেরার নির্দেশ দিলেও ইউনিয়নের সদস্যরা তা প্রত্যাখ্যান করে ধর্মঘট অব্যাহত রেখেছিলেন।

