যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় সময়ে ন্যাশভিল থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাকইউইন শহরের অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস (Accurate Energetic Systems) কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি সামরিক, মহাকাশ, ধ্বংস ও খনন শিল্পের জন্য বিস্ফোরক এবং এনার্জেটিক ডিভাইস তৈরি করে থাকে।
হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানান, ঘটনাস্থলে কিছু প্রাণহানি ঘটেছে এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যাটি এখনো নিশ্চিত করা যায়নি। হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস বলেন, অন্তত ১৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিউরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF), হোমল্যান্ড সিকিউরিটি, এবং টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ একাধিক ফেডারেল ও রাজ্য সংস্থা। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং উদ্ধারকর্মীরা সতর্কভাবে অভিযান চালাচ্ছেন।
শেরিফ ডেভিস জানান, কারখানার কর্তৃপক্ষ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এলাকাটি সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

